চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় যুবক নিহত
dailybangla
09th Dec 2025 6:26 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে স্লিপার বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে আব্দুল জব্বার নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১৪ যাত্রী।
সোমবার রাত ৮টার দিকে চিওড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় টাইলস মিস্ত্রি।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, ফিডার রোড থেকে মালবোঝাই পিকআপটি মহাসড়কে ওঠার সময় কক্সবাজারমুখী একে ট্রাভেলসের স্লিপার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ বিকল হয়ে যায় এবং পিকআপে থাকা জব্বার ঘটনাস্থলেই মারা যান।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।
বিআলো/শিলি



