চ্যালেঞ্জ হলেও নির্বাচন ও গণভোট একদিনেই হওয়া উচিত: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা উচিত।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য—একদিনে নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জ হবে—উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, এ নিয়ে সরকার কি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে, না কি তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও এটা গ্রহণ করতে হবে। নির্বাচন ও গণভোট একই দিনে করাই উচিত।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত হলো—প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দুটোই একদিনে হবে। দুই দিন ভোট করানো খুব কঠিন। রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, ব্যাংকের জুনিয়র অফিসার থেকে শুরু করে স্কুলশিক্ষকদের দুই দিন ডিউটিতে রাখা—এসব অত্যন্ত ঝামেলার। তাই একই দিনে করা ভালো।
বিশ্বের অনেক দেশেই একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় উল্লেখ করে তিনি আরও বলেন, লজিস্টিক্যাল দিক থেকে একদিনে আয়োজনই বেশি উপযুক্ত। সুষ্ঠুভাবে করার সুযোগও বেশি।
বিআলো/এফএইচএস



