ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ মাওবাদী নিহত, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় মাওবাদী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনার সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করেছে। নিহতদের মধ্যে মাওবাদী জ্যেষ্ঠ কমান্ডারও রয়েছেন।
ভারতের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ মঙ্গলবার ঘটেছে। ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিনগম জানান, যৌথ অভিযানের সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। জঙ্গলের মধ্য থেকে ছয় মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আধুনিক যন্ত্রাংশ ও বিস্ফোরক রয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে জ্যেষ্ঠ কমান্ডারও আছেন, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মাওবাদীরা কয়েক দশক ধরে ভারতের আদিবাসী অধিকার ও সমাজে বৈষম্যের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। চলতি বছরের শুরুর দিকে তারা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনা অনুযায়ী, যারা এখনো অস্ত্র হাতে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১৯৬৭ সালে চীনা বিপ্লবী মাও সেতুংয়ের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ভারতীয় মাওবাদী বিদ্রোহ শুরু হয়। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে তারা দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় প্রভাব বিস্তার করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গত অক্টোবরের অভিযানে জ্যেষ্ঠ নেতা মল্লোজুলা ভেনুগোপাল রাওসহ ২৫০-এরও বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে। সূত্র: সংস্থা এএফপি
বিআলো/শিলি



