ছত্তিশগড়ে যাত্রীবাহী-পণ্যবাহী ট্রেন সংঘর্ষে ৮ জনের মৃত্যু
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জয়রামনগর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতার সময় রেললাইন, ওভারহেড তার ও সিগন্যালিং সিস্টেম ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সিগন্যালিং সমস্যায় বা মানবিক ত্রুটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী দল বিষয়টি খতিয়ে দেখছে।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এ ঘটনাকে কেন্দ্র করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিআলো/শিলি



