ছোট গ্রামে বড় ধোঁয়াশা: কয়রায় কিশোরীর রহস্যময় মৃত্যু
আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?
যে খুঁটিতে আফরিন ঝুলেছিল তা তার উচ্চতার তুলনায় অনেক নিচু, যা এলাকায় শঙ্কা সৃষ্টি করেছে
মুশফিকুর রহমান, কয়রা (খুলনা): কয়রার মালীবাড়ি এলাকায় এক কিশোরীর মৃত্যু রহস্যে ঘেরা। পরিবার বলছে, যে খুঁটিতে আফরিন (১৬) ঝুলেছিল তা তার উচ্চতার চেয়ে অনেক নিচু, যা ঘটনার প্রাথমিক চিত্রকে আরও সন্দেহজনক করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নিজ বাড়ির আঙিনায় উদ্ধার হয় আফরিনের মরদেহ। নিহত আফরিন ওই এলাকার আছাদুল মালীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে তারা আফরিনকে ঘরের পাশে কাঠের একটি খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রথমে তারা ঘটনাটি বিশ্বাস করতে পারেননি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কয়রা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, যে খুঁটিতে আফরিন ঝুলেছিল সেটি তার উচ্চতার তুলনায় অনেক নিচু। এ কারণে অনেকেই ঘটনার স্বাভাবিক আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যার ছক রয়েছে তা নিয়ে সন্দিহান। কেউ কেউ বলছেন, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যার ঘটনা হতে পারে। এক স্থানীয় জানান, “আমরা আফরিনকে কখনও বিষন্ন বা হতাশ দেখিনি। তাই ঘটনাটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।”
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, “এ মুহূর্তে আমরা নিশ্চিত নই ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
এ ঘটনার পর পরিবার ও এলাকাবাসী আতঙ্কিত। তারা আশা করছেন দ্রুত পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন করবে। রহস্যজনক এই মৃত্যু এলাকায় আলোচনা ও উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।
বিআলো/তুরাগ



