জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
আবুবকর সম্পদ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তফসিল ঘোষণা করেন।
অধ্যাপক মোস্তফা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।’
তফসিল অনুযায়ী,
৬ নভেম্বর:খসড়া ভোটার তালিকা প্রকাশ
৯–১১ নভেম্বর: ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
১২ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
১৩–১৭ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ
১৭–১৮ নভেম্বর: মনোনয়নপত্র দাখিল
১৯–২০ নভেম্বর:মনোনয়নপত্র বাছাই
২৩ নভেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ
২৪–২৬ নভেম্বর: প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
২৭–৩০ নভেম্বর: প্রার্থীদের ডোপ টেস্ট
৩ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
৪–৮ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার
৯ ডিসেম্বর:প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ
৯–১৯ ডিসেম্বর:নির্বাচনী প্রচারণা
২২ ডিসেম্বর: ভোটগ্রহণ ও গণনা
২৩ ডিসেম্বরের মধ্যে: ফলাফল ঘোষণা
তফসিল ঘোষণা শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
বিআলো/ইমরান



