জনগণের প্রার্থী ফেরদাউস আলম সরকার

জনগণের প্রার্থী ফেরদাউস আলম সরকার

সুমন সরদার: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১ নং ষাটনল ইউনিয়নে জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন তুমুল জনপ্রিয় ও  গরীব অসহায় মানুষের স্বজন, কৃষক, শ্রমিক, তরুণ, কিশোর, যুবক,বৃদ্ধ, নারী, পুরুষ,  ছাত্র,জনতা ও সর্বসাধারনের প্রিয়জন মো. ফেরদাউস আলম সরকার।

ব্যক্তি জীবনে সৎ ও মহৎ হৃদয়ের অধিকারী ফেরদাউস আলম সরকারকে নিয়ে উন্নত, আধুনিক একটি ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন ষাটনল ইউনিয়নবাসী। পিছয়ে যাওয়া ষাটনল ইউনিয়নকে দারিদ্র ও বেকারমুক্ত করে দেশের উন্নয়নের সাথে যুক্ত করতে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী করতে চায় এ এলাকার জনগণ। তরুন, মেধাবী ও বিনয়ী এ রাজনীতিবীদ নিজের সততা ও ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করে ষাটনলবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে।

এছাড়া পুরো উপজেলার দলমত নির্বশেষে সকল স্থরের নেতাকর্মীদের কাছে ব্যাপক সমাদৃত তিনি। একটি আদর্শ ইউনিয়ন গড়তে নিজেদের ভোটের মাধ্যমে আদর্শবান এই নেতার হাতে নিজেদের আগামীর দায়িত্ব দিতে বদ্ধপরিকর ষাটনল ইউনিয়নবাসী। ফেরদাউস আলম সরকার সতন্ত্র থেকে মনোনয়ন জমা দেওয়ায় উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে ইউনিয়নটি ঘিরে।

এরই মধ্যে জনসংযোগ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন ফেরদাউস আলম সরকারের ছোট ভাই ইতালি প্রবাসী কাউসার আলম সরকার। তিনি বলেন, আমরা জনসাধারণের অধিকার আদায়ে তাদের পক্ষে কাজ করছি। আমাদের পাশে রয়েছে সর্বস্থরের জনগণ। ইউনিয়ন পরিষদ থেকে জনগণের পাওনা অধিকার শতভাগ বুঝে নিতে আমার বড় ভাই ফেরদাউ আলম সরকারকে বেছে নিয়েছেন তারা। সামাজিক অবিচার, প্রতিহিংসার রাজনীতি, জুলুম অত্যাচার রোধ করতে সকলস্থরের সর্বসাধারণ তাদের প্রার্থী নির্বাচন করছে।  

আগামী ২৮ নভেম্বর  একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে নিজের ভোট নিজে প্রয়োগের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি ফেরদাউস আলম সরকারকে বিজয়ী করতে চায়।

বিআলো/ইলিয়াস