• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা-স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে: আমিনুল হক 

     dailybangla 
    10th Sep 2025 9:27 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

    বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩ নং ওয়ার্ড ডি ব্লক এলাকাবাসীর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

    শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অঙ্গীকার

    আমিনুল হক বলেন, নিম্ন আয়ের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে সরকারি-বেসরকারি চাকরিতে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে যাতে স্বল্প আয়ের পরিবারগুলো কম খরচে সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করতে পারে।

    খেলাধুলা ও বিনোদনে নতুন পরিকল্পনা

    স্থানীয় তরুণদের সুস্থ জীবনধারা গড়ে তুলতে খেলাধুলার প্রসারকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। এজন্য প্রতিটি ওয়ার্ডে খালি জায়গায় খেলার মাঠ তৈরির পরিকল্পনা তুলে ধরেন।

    অবকাঠামো ও জনদুর্ভোগের সমাধান

    সভায় স্থানীয়রা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে। এর জবাবে আমিনুল হক বলেন, ঢাকা-১৬ আসনের ফুটপাত দখলমুক্ত করা হবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, এবং চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

    নাগরিক সুবিধায় গুরুত্ব

    আমিনুল হক আশ্বাস দেন, জনস্বাস্থ্য রক্ষায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ নেওয়া হবে এবং পানির সংকট সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

    রাজনৈতিক দর্শন

    তিনি বলেন, “আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এজন্য প্রতিদিনই আমরা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছি। সুস্থ জাতি এবং মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”

    সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও মোকছেদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপির সাবেক সহসভাপতি মাহাফুজ হুসাইন খান সুমন এবং ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031