জনতার কাউন্সিলর সুমন ভুইয়ার উদ্যোগ: পুরান ঢাকায় টিসিবির কার্ড পেয়ে স্বস্তি ওয়ার্ডবাসীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদরঘাট এলাকায় ওয়ার্ডবাসীর মাঝে এসব কার্ড তুলে দেন ৩৭ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর মোঃ সুমন ভুইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা মোঃ হোসেন, ফজলুল হক, আনসার পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা মুফতিজুল কবীর কিরণ, ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুবদলের আহ্বায়ক হাজী মোঃ লিটন, সদস্য সচিব রুবেল হাওলাদার, ৩৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মীরা বেগম এবং কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব গিয়াস শিকদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
টিসিবির এই উদ্যোগ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বাজারমূল্যের চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয়রা।
বিআলো/তুরাগ



