জয়পুরহাট-২ আসনে এনসিপির মনোনয়ন তুললেন ওমর আলী বাবু
মো. নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন তুলেছেন সাবেক ছাত্রনেতা ও সামাজিক সংগঠক ওমর আলী বাবু। তিনি এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং দীর্ঘদিন সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত।
বিকেলে ঢাকার বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ওমর আলী বাবু গণমাধ্যমকে বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতা নয়, বরং দায়িত্ব। এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং যুবকদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচন মাঠে নেমেছেন। জয়পুরহাট–২ আসনের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছানোর লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপি এগোচ্ছে। দল আস্থা রাখলে এবং মনোনয়ন দিলে আধুনিক প্রচার–কৌশল, ডিজিটাল ক্যাম্পেইন এবং জনগণের বাস্তব সমস্যার সমাধানভিত্তিক পরিকল্পনা নেওয়া হবে, যা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে।
জয়ের বিষয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, জয়পুরহাট–২ আসন কখনোই নির্দিষ্ট একটি দলের ভোটব্যাংক নয়। বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক দল এখানে বিজয়ী হয়েছে। এখানকার ভোটাররা দল নয়, নেতৃত্ব দেখে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তরুণ ভোটারের সংখ্যা বাড়ছে এবং তারা পরিবর্তন চায়—এই পরিবর্তনের প্রতীক হিসেবে তিনি এনসিপিকে উল্লেখ করেন।
উল্লেখ্য, ওমর আলী বাবু স্থানীয় পর্যায়ে শিক্ষা সহায়তা, সাইবার নিরাপত্তা সচেতনতা, যুব উন্নয়ন কর্মসূচি এবং “নিরাপদ জয়পুরহাট গড়তে” বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে পরিচিতি পেয়েছেন।
এনসিপির তরুণ নেতৃত্ব জয়পুরহাট–২ আসনের প্রচলিত রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার সৃষ্টি করতে পারে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
বিআলো/ইমরান



