জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
dailybangla
30th Dec 2025 11:36 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দেশের জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় এই ভাষণ প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে।
ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তখন তার পাশে ছিলেন।
দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং মে মাসে দেশে ফেরেন।
বিআলো/শিলি



