জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো. রাকিব হাসান, জামালপুর : জামালপুরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি)।
এছাড়া সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিআলো/আমিনা



