জামালপুরে নবনিযুক্ত জেলা ও দায়রা জজের সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
dailybangla
10th Nov 2025 5:15 pm | অনলাইন সংস্করণ
মো. রাকিব হাসান, জামালপুর: জামালপুরে নবনিযুক্ত সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সোমবার (১০ নভেম্বর) জেলা আদালত প্রাঙ্গণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পরস্পরের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌজন্য ও পেশাগত বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন; এবং জেলা ও দায়রা জজ আদালতের সম্মানিত অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ।
বিআলো/ইমরান



