• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জামালপুরে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়িক নেতৃবৃন্দের মতবিনিময় 

     dailybangla 
    03rd Jun 2025 10:45 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: জামালপুরে ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

    আজ ৩ জুন (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত মতবিনিময় সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম।

    সভায় ব্যবসায়িকদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিবিধ বিষয়, সমস্যা জানতে চাওয়া হলে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তার মধ্যে চুরি, সিচকা চুরি অন্যতম। এই সময় ঘরবাড়ি ফাঁকা থাকায় চুরি- ডাকাতির সংখ্যা বহুগুণ বেড়ে যায়। তাই পুলিশ টহল, কমিউনিটি পুলিশিং জোরদার করার পাশাপাশি একটি নিরাপদ বাসোপযোগী শহর করার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, শহর কিংবা তার আশপাশের বিভিন্ন জায়গায় কিশোরগ্যাংদের উৎপাত, মাদক সেবন এবং রাস্তায়, ফ্লাইওভারের উপর দ্রুত গতিতে বাইক চালানো যার ফলে অহরহ এক্সিডেন্ট-এর ঘটনা ঘটে থাকে।

    এরকম উচ্ছৃঙ্খল কিশোরগ্যাংদের-কে কঠোর হস্তে দমনে ব্যবস্থা গ্রহণে ঐকমত্য পোষণ করেন এবং ব্যবসায়িক বা সকলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান।

    পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমরা আপনাদের সমাজের জন্যই কাজ করতে এসেছি। অতএব, এখানে কোনো গাফিলতি করার সুযোগ নেই। শহর কিংবা আশপাশ এলাকার সর্বত্র থানা পুলিশের টহল এবং ডিবির টহল ডিউটি সমসময় আছে। আপনাদের কোন সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সার্বক্ষণিক পাশে পাবেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপা মো. রাজু আহম্মেদ, জামালপুর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিকসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930