জায়েদ খানকে ‘গার্লস ফেভারিট’ বললেন নুসরাত ফারিয়া
dailybangla
05th Nov 2025 4:58 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: কানাডায় ফোবানার ৩৯তম সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সহঅভিনেতা জায়েদ খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন নুসরাত ফারিয়া।
তিনি বলেন, জায়েদ খান আগের চেয়ে আরও হ্যান্ডসাম হয়েছেন এবং নিয়মিত জিম করছেন। তার মতে, “বাংলাদেশের প্রায় সব মেয়ের ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।”
ফারিয়া জানান, জায়েদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে, কারণ তিনি প্রাণবন্ত ও হাসিখুশি মানুষ। সফরকালে মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুট করা নিয়ে মজার অভিজ্ঞতার কথাও বলেন তিনি।
বিআলো/শিলি



