• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান বজায় রাখতে সরকার বদ্ধপরিকর: নৌপরিবহন উপদেষ্টা 

     dailybangla 
    26th Jul 2025 9:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশবান্ধব করতে দেশের সব ইয়ার্ডকে ‘গ্রিন শিপ ইয়ার্ড’-এ রূপান্তরের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

    শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    নৌ উপদেষ্টা বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘গ্রিন শিপ ইয়ার্ড’ সনদ পেয়েছে। আরও কিছু ইয়ার্ড এই প্রক্রিয়ার আওতায় আসার অপেক্ষায় রয়েছে। যারা এখনো এই মান অর্জন করতে পারেনি, তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। তবে কেউ যদি মানদণ্ড পূরণে অগ্রসর না হয়, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।

    তিনি বলেন, জাহাজ ভাঙা শিল্পে পরিবেশ রক্ষা ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আন্তর্জাতিক মান রক্ষায় মালিকদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে শ্রমিকরা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে পারেন।

    নৌ পরিবহন খাতে সক্ষমতা বাড়ানোর বিষয়ে ড. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ সংগ্রহের কার্যক্রম চলছে। এতে নৌপরিবহন খাতে আয় বাড়বে এবং বহরের সক্ষমতাও বাড়বে।

    পরিদর্শন শেষে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিও (বিএমএ) সফর করেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031