জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চাঁদপুর প্রতিনিধি: জিয়াউর রহমান ফাউন্ডেশন কুমিল্লা বিভাগের উদ্যোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট চরকালিয়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১৭৫টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে উপস্থিত বয়স্ক নারী-পুরুষদের নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবক্তা ও জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাখাওয়াত উল্লাহ। সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন কুমিল্লা বিভাগীয় লোকাল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. জাকির হোসেন জামাল।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. জাকির হোসেন জামাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি; তিনি নিজ হাতে যুদ্ধের মাঠে নেতৃত্ব দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের স্বাক্ষর রাখেন। ১৯৭৫ পরবর্তী অনিশ্চিত সময়ে সিপাহী-জনতার ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে জাতির নেতৃত্বভার তাঁর ওপর ন্যস্ত হয়। তিনি বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করেন। তাঁর স্মরণে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব তারেক রহমানের নির্দেশনায় একদল দেশপ্রেমিক পেশাজীবী স্বেচ্ছাসেবক স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ত্রাণ, সচেতনতা ও মানবিক মূল্যবোধ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে দেশকে অপূরণীয় ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বই সবচেয়ে উপযুক্ত। তিনি উপস্থিত জনগণকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণে রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কম্বল পেয়ে শীতার্ত অসহায় মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
বিআলো/তুরাগ



