‘জীবন অপেরা’তে কি ফিরছে মিম-রাজ জুটি
বিনোদন ডেস্ক: সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘জীবন অপেরা’তে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে একসঙ্গে দেখা যেতে পারে, এমন জল্পনা ছড়িয়েছে বিনোদন অঙ্গনে।
২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’ নিয়ে আলোচনা চলছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই তারকার অভিনয় ও রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
তবে সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শরিফুল রাজ জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শুটিংয়ের সময়সূচি ও প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই ঘোষণা দেওয়া হবে।
এরই মধ্যে মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে ওই ব্যক্তিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, “পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?” এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
অনেকে মনে করছেন ছবির মানুষটি শরিফুল রাজ, আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ ভক্তের ধারণা, লুক ও স্টাইল অনুযায়ী এটি রাজই হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমেই ‘জীবন অপেরা’ সিনেমার ইঙ্গিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। গল্পে রফিক নামের এক চরিত্রের দুই ভিন্ন জীবনের টানাপোড়েন এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে নির্মিত এই গল্পে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক উঠে এসেছে।
নির্মাতাদের আশা, সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোয় উপস্থাপন করা সম্ভব হবে।
বিআলো/শিলি



