• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জীবনানন্দ পুরস্কার ২০২৪ পেলেন জাহিদ-মোস্তফা 

     dailybangla 
    29th Dec 2024 9:00 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় জীবনানন্দ পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার প্রদান করা হয়।

    পুরস্কারপ্রাপ্তরা হলেন- কাব্য সাহিত্যে জাহিদ হায়দার ও গদ্য সাহিত্যে মোস্তফা তারিকুল আহসান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মামুন হুসাইন। ধানসিঁড়ি পত্রিকার প্রকাশক সৈয়দ সগির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ছড়াকার অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, অধ্যাপক হাবিবুল ইসলাম, কবি আসমা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈকত আরেফিন। স্বাগত বক্তব্য দেন কবি শামীম রেজা।

    অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কথা সাহিত্যিক মিহির সেনগুপ্ত, কবি আসাদ চৌধুরী ও গাজী লতিফকে স্মরণ করে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

    অনুষ্ঠানে নির্ধারিত আলোচনা সভা শেষে পুরস্কারপ্রাপ্ত কবি ও কথা সাহিত্যিকদের হাতে সম্মাননাপত্র এবং পুরস্কারের অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

    অনুষ্ঠান শেষে জীবনানন্দ দাশের লেখা গান পরিবেশন করেন সংগীতশিল্পী সঞ্জয় হালদার, প্রজ্ঞা পারমিতা বোস ও নিপা সাহা।

    এর আগে সকাল সকাল সাড়ে ১০টায় একই মিলনায়তনে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি জাহিদ সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ফয়সাল বারী, লেখক ও গবেষক সাইফুল আহসান বুলবুল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, অধ্যাপক রণজিৎ মল্লিক, কবি ও সংস্কৃতিজন টুনু রাণী কর্মকার, লেখক টিএম জালাল উদ্দিন, শফিক আমিন, আব্দুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা।

    উল্লেখ্য, ধানসিঁড়ি সাহিত্য সৈকত, রাজাপুর ঝালকাঠি ও আড্ডা ধানসিঁড়ি বরিশালের উদ্যোগে ২০০৭ সাল থেকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় জীবনানন্দ পুরস্কার প্রদান করে আসছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031