• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জীবনের সঙ্গে যুদ্ধ করছেন ইলিয়াস কাঞ্চন, দোয়া চাইলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর 

     dailybangla 
    11th Oct 2025 6:59 am  |  অনলাইন সংস্করণ

     ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন হাসান জাহাঙ্গীর, প্রার্থনায় শিল্পীরাও

    হৃদয় খান: বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, লক্ষ মানুষের প্রেরণার নাম ইলিয়াস কাঞ্চন। যিনি পর্দায় ছিলেন রোমান্টিক হিরো, আর বাস্তবে হয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা— মানুষের জীবন বাঁচাতে যিনি নিজেকে উৎসর্গ করেছেন নিঃস্বার্থভাবে। অথচ আজ এই মানবতার নায়কের নিজের জীবনই বিপন্ন। দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন তিনি। কিছুটা সুস্থ হলেও এখনও পুরোপুরি সংক্রমণমুক্ত নন।

    প্রিয় এই অভিনেতার রোগমুক্তির জন্য দেশজুড়ে চলছে দোয়ার ধারা। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শুরু করে ভক্ত, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা সবাই প্রার্থনা করছেন— যেন কাঞ্চন ভাই আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসেন।

    এদিকে সৌদি আরবের মাদানিতে অবস্থিত নিরাপদ সড়ক চাই-এর সবচেয়ে বড় আন্তর্জাতিক শাখা সম্প্রতি এক হৃদয়ছোঁয়া দোয়া মাহফিলের আয়োজন করেছে। ইলিয়াস কাঞ্চনের অনুপস্থিতিতে সেখানে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর ছিলেন প্রধান অতিথি। মদিনার মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

    দোয়ার আগে ইলিয়াস কাঞ্চনের জীবনী ও সংগ্রামী কর্মজীবন স্মরণ করে প্রধান অতিথি হাসান জাহাঙ্গীর বলেন,“ইলিয়াস কাঞ্চন শুধু পর্দার সুপারস্টার হিরো নন, বাস্তবেরও হিরো।

    ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই সংগঠনের মাধ্যমে রাস্তাঘাটে দুর্ঘটনা নির্মূল করার জন্য নিরলস চেষ্টা করে আসছিলেন। দেশ ও মানুষের জন্য তার মতো উদার মনের মানুষ, সাধারণ মানুষের কথা চিন্তা করে; প্রতিটা ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ান। কাঞ্চন ভাইয়ের মতো অন্য তারকারা সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে এভাবে দাঁড়ালে আমরা আরও একধাপ এগিয়ে যেতাম। কিন্তু কাঞ্চন ভাইয়ের মতো ত্যাগ স্বীকার করে নিঃস্বার্থ ভাবে কেউ এগিয়ে আসে না। বেশির ভাগ তারকা এখন থেকে উপার্জন করে নিজেদের আখের গোছায়। বড় বড় দেশে গ্রীন কার্ডের আশায় দেশ ছেড়ে চলে যায়। কিন্তু কাঞ্চন ভাই দেশের মানুষকে ভালোবাসে বলে কোন দিন গ্রীন কার্ড তো দূরের কথা বিদেশে স্থায়ী হওয়ার কথা চিন্তাও করেনি। আজ এই সুন্দর মনের মানুষটি ব্রেন টিউমারে আক্রান্ত। কাঞ্চন ভাইয়ের এই অবস্থায় অনেকে আবার চিত্রনায়িকা দিতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এটা কি আদৌ ঠিক হচ্ছে? আসুন আমরা ঐসব মানুষকে ঘৃণা করি, যারা ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে সব কিছু না জেনে শুনে আজেবাজে মন্তব্য করছেন।”

    হাসান জাহাঙ্গীর আরও বলেন,“ইলিয়াস কাঞ্চন এবং প্রয়াত এটিএম শামসুজ্জামান ৯০ দশকের শেষে আমার নির্দেশানায় কাজ করেছেন অসংখ্য টিভিসি ও নাটকে। কয়েক মাস আগেও আমেরিকা গিয়ে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমার কিছু কাজে তার যুক্ত হওয়ার কথা ছিল। তার সঙ্গে প্রিয়দর্শনী মৌসুমী’সহ আরও তারকারা থাকবেন। আমার গল্পও রেডি। কিন্তু হঠাৎ তার অসুস্থতার খবর।”

    তিনি আরও বলেন, “গুণী এই মানুষদের নিয়ে কাজ করতে গিয়ে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবচেয়ে বড় শিক্ষা তাদের আদর্শ। পর্দায় তারা কাজ করলেও বাস্তবে দুজনেই ছিলেন পরহেজগার ও নীতিবান। এটিএম শামসুজ্জামানের অভাব যেমন কেউ পূরণ করতে পারিনি, তেমনি বাংলার সুপারস্টার কাঞ্চন ভাইয়ের বিকল্পও কেউ হতে পারবে না। সংস্কৃতি অঙ্গনে তিনি অনেক কিছু দিয়েছেন। এবার আমাদের দেওয়ার পালা, আর সেটা হচ্ছে তার প্রতি ভালোবাসা এবং দোয়া। আসুন আমরা বড় মনের এই মানুষটির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করি— আল্লাহ যেন পুরোপুরি সুস্থ করে কাঞ্চন ভাইকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

    উল্লেখ্য, কয়েক মাস আগে হাসান জাহাঙ্গীরের পরিচালনায় একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেন ইলিয়াস কাঞ্চন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930