জুবিন গার্গ: শেষ সিনেমা, শেষ চিঠি, শেষ ভালোবাসা
বিনোদন ডেস্ক: সংগীতের জগতে এক অসাধারণ প্রতিভা, অভিনয়ে নতুন দিগন্তের খোঁজ… আর তারপর অকাল বিদায়। জুবিন গার্গের জীবন যেন এক সিনেমার মতো- রঙিন, আবেগময়, এবং গভীর।
তার শেষ সিনেমা ‘রই রই বিনালে’ শুক্রবার (৩১ অক্টোবর) মুক্তি পায়, যেখানে তিনি অভিনয় করেছেন একজন অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে। দর্শকরা তার অভিনয় এবং রচিত ১১টি গানের প্রশংসায় মুগ্ধ। সিনেমা এমন সাড়া ফেলেছে যে থিয়েটারগুলোতে দিনজুড়ে ভিড়, কিছু শো ভোর ৪টা ৪৫ মিনিটে শুরু হচ্ছে!
কিন্তু সিনেমার আলোচনার চেয়ে বেশি হৃদয় ছুঁয়ে গেছে জুবিনের হাতে লেখা এক চিঠি। স্ত্রী গরিমা শইকিয়া গার্গ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই স্কেচ ও বার্তা: “আমার নতুন সিনেমা। সবাই আসবেন। ভালোবাসাসহ, জুবিন দা।”
গরিমা লিখেছেন, ১৫ সেপ্টেম্বর তার স্বামী যে চিঠিগুলো লিখেছিলেন, প্রতিটি শব্দে জ্বলছে একটি নিরব অনুভূতি- ভালোবাসা, আশা, এবং বিদায়ের করুণতা। তিনি প্রশ্ন তুলেছেন ১৯ সেপ্টেম্বরের একটি রহস্যময় ঘটনার, যার উত্তর এখনও অজানা।
জুবিন গার্গ শুধু একজন গায়ক বা অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন অনুভূতির ভাঙা-গাঁথা। ‘রই রই বিনালে’ এখন দর্শককে সেই অনুভূতির এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে- জীবন, শিল্প, এবং ভালোবাসার শেষবার্তা।
বিআলো/শিলি



