জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খিলগাঁও মডেল কলেজে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শনী
এস. এম. শিমুল রানা: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য নূরজাহান বেগম, সমাজকর্মী রেজাউল করিম রেজা এবং খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান সিদ্দিকী।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক। এ ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মের মাঝে ইতিহাস, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তোলে।”
আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা গণআন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে বাস্তবচিত্রে অবগত হয়। শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনে তারা ইতিহাসকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছে। আয়োজক শিক্ষকবৃন্দ জানান, প্রতিবছরই এ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা কলেজ অডিটোরিয়ামে ভিন্নমাত্রা যোগ করে।
বিআলো/তুরাগ



