• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

     dailybangla 
    09th Aug 2025 2:07 am  |  অনলাইন সংস্করণ

    মোঃ ফরহাদ হোসেন বাবুঃ শুক্রবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন” শীর্ষক এক সেমিনার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে জনপ্রশাসনের কাঠামো, কার্যপদ্ধতি, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব এম সিরাজ উদ্দিন মিয়া। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া।

    সম্মানিত আলোচকদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সৈয়দা লাসনা কবীর, অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক ও সাবেক সচিব জনাব এ. বি. এম. আবদুস সাত্তার, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব জনাব কানিজ মওলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. শাফিউল ইসলাম।

    সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বিশেষ আলোচনায় অংশ নেন। শহীদ শাহরিয়ার খান আনাসের মা জনাব সানজিদা খান দ্বীপ্তি, শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন জনাব সাবরিনা আফরোজ সেবন্তি, শহীদ আবু সাঈদের ভাই জনাব মোঃ রমজান আলী এবং শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বক্তব্য দেন। তারা আগামী দিনের জনপ্রশাসনের কাছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবার এবং দেশের সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ, এবং ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের নীতি ও কার্যক্রমে গণঅভ্যুত্থানের চেতনা প্রতিফলনের দাবি জানান।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ আখতারুজ্জামান সেমিনারের সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, জনপ্রশাসন কেবল একটি কর্মযন্ত্র নয়, এটি জনগণের আস্থা ও সেবার প্রতীক। জুলাই গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দিয়েছে- প্রশাসনের মূল শক্তি জনগণের পাশে থাকা। তিনি সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রশাসনের কাঠামোগত সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    সেমিনারে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও প্রশাসনের প্রতি নতুন প্রত্যাশার বার্তা দিয়ে শেষ হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930