জুলাই গণহত্যাসহ সব হত্যার বিচার ও নাশকতার প্রতিবাদে মাগুরায় শিবিরের বিক্ষোভ
এস এম শিমুল রানা, মাগুরা : জুলাইসহ অতীতের সব গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার দাবি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে জেলা শিবিরের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা বিভাগীয় সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম,
মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শহিদুল ইসলাম,
সচিব মাওলানা সিরাজুল ইসলাম,
এবং শিবির মাগুরা জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন আশিক।
বক্তারা বলেন,
“জুলাইসহ অতীতের সকল গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে হবে।”
জেলা শিবির সভাপতি আমিন উদ্দিন আশিক বলেন,
“নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক দেশজুড়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
জেলা শিবিরের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম,
সহ-সভাপতি রাকিবুল হাসান,
সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম,
অর্থ সম্পাদক মো. ফরহাদ হোসেন,
দপ্তর সম্পাদক মো. রায়হান উদ্দিন,
প্রচার সম্পাদক মো. সোহেল রানা,
বিদ্যালয় সম্পাদক মো. আশরাফুল ইসলাম,
কলেজ সম্পাদক মো. মাহমুদুল হাসান,
আইন সম্পাদক মো. শরিফুল ইসলাম,
এবং মাগুরা সদর উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
বিআলো/ইমরান



