জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের
নিজস্ব প্রতিবেদক: সাংবিধানিক আদেশের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ বিষয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়ন সম্পর্কিত সুপারিশমালা হস্তান্তরের পর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের সামনে সুপারিশের মূল দিকগুলো তুলে ধরেন।
তিনি বলেন, আমরা লিখিতভাবে বলেছি—সাংবিধানিক আদেশ জারি করার পর এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার যেন গণভোটের আয়োজন করে। পাশাপাশি আমরা সরকারকে আজই অনুরোধ করেছি, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি গণভোট তফসিল প্রণয়ন করতে।
গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য রয়েছে এবং এখনও তা বহাল আছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট অপরিহার্য।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন তাই গণভোটের প্রস্তাব দিয়েছে। তবে এর তারিখ ও সময় নির্ধারণের বিষয়টি একটি লজিস্টিক্যাল দিক, যা কমিশনের হাতে থাকা তথ্য দিয়ে নির্দিষ্ট করা সম্ভব নয়। কখন ও কীভাবে গণভোট হবে, সে সিদ্ধান্ত নিতে হবে সরকারের পর্যায়ে।
বিআলো/এফএইচএস



