জুলাই সনদে ঐতিহাসিক অগ্রগতি: কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
dailybangla
02nd Nov 2025 12:11 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন কার্যক্রম শেষ করেছে। সাফল্যের জন্য কমিশন সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
স্থায়ী ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে গত ১২ ফেব্রুয়ারি কমিশনের কাজ শুরু হয়।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাংলাদেশে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতির নতুন দিগন্ত খুলে দিয়েছে।
তিনি উল্লেখ করেন, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে সংকট সমাধানে পথ দেখিয়েছে- এটি দেশের জন্য গৌরবের।
কমিশনের সকল সদস্য ও রাজনীতিকদের ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, জাতীয় ঐক্য ধরে রাখতে পারলেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। তিনি গণমাধ্যমের ভূমিকাকেও প্রশংসা করেন।
বিআলো/শিলি



