জেলেনস্কির আচরণে ক্ষুব্ধ ট্রাম্প
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধবিরতির খসড়া শান্তি প্রস্তাব এখনও না পড়ায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, জেলেনস্কির ঘনিষ্ঠরা প্রস্তাবটি পছন্দ করলেও জেলেনস্কি সমঝোতায় রাজি কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
গত নভেম্বর ওয়াশিংটন ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা দেয়, যা কিয়েভ ও ইউরোপীয় অংশীদাররা সংশোধনের দাবি তোলে। পরবর্তীতে প্রস্তাবটি ২২ দফায় নামিয়ে উভয় পক্ষের অবস্থান বিবেচনা করে সংশোধন করা হয়।
২ ডিসেম্বর পুতিন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ক্রেমলিনে দীর্ঘ বৈঠকে শান্তি পরিকল্পনার চারটি নথির মূল বিষয় নিয়ে আলোচনা হয়।
গত শনিবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন কর্মকর্তাদের তিন দিনের আলোচনা শেষে উইটকফ ও কুশনার ফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন। অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের ভূখণ্ডগত বিরোধ সমাধানে নতুন পথ খুঁজছে।
বিআলো/শিলি



