জোটশরিকদের জন্যই বিএনপির ফাঁকা ৬৩ আসন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ প্রার্থীর বাইরে ৬৩ আসন ফাঁকা রাখা হয়েছে জোটশরিক ও আন্দোলনভুক্ত দলগুলোর জন্য। এসব আসনে অগ্রাধিকার পাবেন পরীক্ষিত সহযোগী নেতারা।
জাতীয় নির্বাচনে কৌশলগত সমন্বয় বজায় রেখে জোটের নেতাদের সুযোগ দিতে এই ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সূত্র জানায়, ৫ আগস্টের পরও সরকারবিরোধী আন্দোলনে একাত্ম থাকা দলগুলোর নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে।
সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর যেসব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে, সেসব আসনে বিএনপি প্রার্থী দেয়নি; পরে সমন্বয় করে চূড়ান্ত তালিকা করা হবে।
এলডিপি, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, গণফোরাম, ১২ দলীয় জোট, সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের কয়েকজন শীর্ষ নেতার জন্য আসন রাখা হয়েছে।
সম্ভাব্য সমর্থনপ্রাপ্তদের মধ্যে আছেন—
চট্টগ্রাম-১৪: ওমর ফারুক (এলডিপি)
বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য)
পটুয়াখালী-৩: নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ)
ঝিনাইদহ-২: রাশেদ খান (গণঅধিকার পরিষদ)
লক্ষ্মীপুর-১: সাহাদাত হোসেন সেলিম (এলডিপি)
লক্ষ্মীপুর-৪: তানিয়া রব (জেএসডি)
ঢাকা-১৭: আন্দালিব রহমান পার্থ (বিজেপি)
ঢাকা-১৩: ববি হাজ্জাজ
ঝালকাঠি-১: ডা. মোস্তাফিজুর রহমান ইরান (লেবার পার্টি)
ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)
এ ছাড়া আরও কয়েকটি আসনে জোটনেতারা সুযোগ পেতে পারেন বলে জানা গেছে। জোট সমন্বয় শেষে দলের ত্যাগী নেতাদেরও মনোনয়ন দেওয়া হবে।
বিআলো/শিলি



