ঝালকাঠিতে উন্নয়ন ভাবনা ও জাতীয় নির্বাচন ঘিরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও ঝালকাঠি পৌর প্রশাসন) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, জেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার।
এ ছাড়া জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি।
তিনি আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়ম বা অসংগতি দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব।
কর্মশালায় মুক্ত আলোচনায় নির্বাচনকালীন গণমাধ্যম আচরণবিধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, উন্নয়ন সংবাদ পরিবেশনের কৌশল, পাশাপাশি জেলার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিআলো/ইমরান



