ঝালকাঠিতে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও র্যালি
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, র্যালি এবং লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি ১৮ নভেম্বর দিনভর চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিবা আমিন আল গাজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহাদাত হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা জুয়েল, জেলা যুবদলের সদস্য রুবেল ফকির এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন দীপু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খান।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল মাঠপর্যায়ে কাজ করবে এবং তারা ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে শহরে র্যালি বের করা হয় এবং মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিআলো/ইমরান



