ঝালকাঠিতে জেলা যুবদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা যুবদলের উদ্যোগে নেতাকর্মীদের অংশগ্রহণে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় জেলার ছয়টি ইউনিটের ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, “দেশনায়ক তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় জেলা পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।”
এসময় জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুবদল নিরলসভাবে কাজ করে যাবে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।” তিনি এসময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
কর্মশালায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



