• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঝালকাঠিতে টিসিভি টিকাদান কর্মসূচি বিষয়ক প্রচারণা কর্মশালা অনুষ্ঠিত 

     dailybangla 
    13th Aug 2025 9:35 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির,ঝালকাঠি: ঝালকাঠিতে টিসিভি টিকাদান কর্মসূচি বিষয়ক এক প্রচারণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ই আগস্ট) সকাল ১০:৩০ ঘটিকার সময় সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন এর সহযোগিতায় সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকাদান কর্মসূচি ২০২৫ এর জেলা পর্যায়ের প্রচারণা কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

    কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান । কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব কাওছার এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধিসহ টিকাদান কর্মসূচির সাথে সংশ্লিষ্ট অনেকে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন জনাব ডাঃ হুমায়ূন কবীর।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান বলেন -আমাদের শিশুদের সাস্থ্য সুরক্ষার জন্য টিকার কোন বিকল্প নাই। বর্তমান সরকার এই ব্যাপারে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সিএইচসিপিদের দ্বারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

    সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবীর বলেন- টিসিভি (TCV) একটি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের (Typhoid Conjugate Vaccine) সংক্ষিপ্ত রূপ। এটি টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য একটি টিকা। বাংলাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। টাইফয়েড জ্বর একটি ব্যাকটেরিয়া জনিত রোগ যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়। এই রোগটি দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। টাইফয়েড জ্বর হলে জ্বর, মাথাব্যথা, পেটে ব্যথা, দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা যায়। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দেয়। এটি একটি ইনজেকশন যা ০.৫ মিলি মাংসপেশীতে দেওয়া হয়। বাংলাদেশে এই টিকা ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে দেওয়া হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930