ঝালকাঠিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠিতে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মমিন উদ্দিন জেলা প্রশাসনের কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসন একা নয়; উন্নয়ন কার্যক্রমে সকলের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সহযোগিতা করতে আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।
বিআলো/ইমরান



