ঝালকাঠিতে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস
মনিরুজ্জামান মনির,ঝালকাঠিঃ দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই। এ বছর এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫।
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করে শহরের বিভিন্ন যায়গায় পরিদর্শন করে র্যালি শেষে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইট কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম।, ঝালোকাঠি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ হুমায়ুন কবির, চিব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসনিম জোহরা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, অ্যাডভোকেট মোঃ সাইফুদ্দিন হাওলাদার, লিগ্যাল এইট প্রার্থী খন্দকার আবুল বাশার, কামরুন নাহার স্বাগত ও বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ এবং সদস্য সচিব জেলা লিগাল এইট কমিটির মোহাম্মদ বাইজিদ রায়হান। বেলুন উড়িয়ে এ দিবসে সূচনা করা হয়।
বিআলো/তুরাগ



