• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঝালকাঠিতে ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনে অটো রিকশা বিতরণ 

     dailybangla 
    31st Dec 2025 7:54 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ঝালকাঠিতে অটো রিকশা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর চত্বরে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচির আওতায় পাঁচটি দুঃস্থ পরিবারকে পুনর্বাসনের উদ্দেশ্যে একটি করে অটো রিকশা, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে অটো রিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন।

    সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রতিটি পরিবারকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি করে অটো রিকশাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র দেওয়া হয়।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাবলম্বী জীবনযাপনে উদ্বুদ্ধ হবে এবং সামাজিক মর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ পাবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031