ঝালকাঠিতে হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ের মতবিনিময় সভা
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ ঝালকাঠিতে হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্তৃক স্থানীয় পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় একজন উপকারভোগী বলেন “আমি আগে কম্পিউটার অন-অফ ছাড়া কিছু করতে পারতাম না। এখন মাশাআল্লাহ ফ্রিল্যান্সিং করে প্যাসিভ মার্কেট থেকে নিয়মিত আয় করছি।”
এভাবেই নিজের অভিজ্ঞতার স্মৃতিচারণা করছিলেন হার পাওয়ার প্রকল্পের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণকারী একজন নারী প্রশিক্ষণার্থী। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো: ইকবাল হোসেন, আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শাকিলা রহমান।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা তাঁদের জীবন-পরিবর্তনের গল্প তুলে ধরেন এবং কীভাবে এই প্রকল্প তাঁদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করেছে, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনাময় দিক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



