টেকনাফে পাহাড় ধ্বস : মারা গেল একই পরিবারের ৫ জন

টেকনাফে পাহাড় ধ্বস : মারা গেল একই পরিবারের ৫ জন

চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১২ ঘন্টার ব্যবধানে আবারও পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দিনগত রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ি গ্রাম ভিলেজার পাড়া এলাকার স্থানীয় সৈয়দ আলমের ৫ সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা।তারা সবাই ভাইভোন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী  জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারী বৃষ্টিতে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর।

মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের ৩ ছেলে ও ২ মেয়ে। এ সময় আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।

এরআগে, মঙ্গলবার ভারী বর্ষণে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন মনির গ্রামে পাহাড় ধসে রকিম আলী(৬৫)নামে এক ব্যক্তি’র মৃত্যু হয়। সে মনিরঘোনা গ্রামের মৃত আলী আহমদের পুত্র।

এনিয়ে টেকনাফ উপজেলায় ১২ ঘন্টার ব্যবধানে পাহাড় ধসে ৬জনের মৃত্যূ হলো।

বিআলো/ইলিয়াস