টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ শামীম আল মামুন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

২২ (অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হলো  মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহানা নাছরিন।

অনুষ্ঠানের শুরুতেই নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরেন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আবু নাঈম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খান আহমেদ শুভ, মোটরযান পরিদর্শক মোঃ নুরুল হোসেন, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক (বাস) রাশেদুর রহমান তাবিব, সাধারণ সম্পাদক (মিনিবাস) শফিউল আলম তুষার, জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কোরবান আলী, সাধারন সম্পাদক সোবাহান, ইজিবাইক সমিতির নেতা আব্দুল লতিফ, সহযোগী অধ্যাপক সরকারী সাদত কালেজ থন্দকার মাহফুজুল হক, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক হেলালউদ্দিন, এম ও সি এস সিভিল সার্জন অফিস ডাঃ শিমু সাহা, সহকারী ইঞ্জিনিয়ার এলজিইডি মৌসুমী রায়,টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটবিভাগীয় প্রধান (মেকানিক্যাল) আবুল কালাম, সহকারী শিক্ষক শাহীন স্কুল রেজিষ্ট্রিপাড়া মোঃফজলুল হক,উপসহকারী প্রকৌশলী সড়ক বিভাগের মোঃমোস্তাফিজুর রহমান,সহ-সভাপতি নিরাপদ সড়ক চাই জেলা শাথার ফিরোজ আলম বাচ্চু, সহ-সভাপতি নিরাপদ সড়ক চাই জেলা শাথার সাজ্জাদ খোশনবীশ, সাধারন সম্পাদক নিরাপদ সড়ক চাই জেলা শাখার আবদুল্লাহ আল ঝান্ডা প্রমূখ ।

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক লিফলেট করেন সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট ডিসি অফিসের রোজনিন শহীদ চৌধুরী,বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আবু নাঈম, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) উত্তম কুমার শর্মা,মোটরযান পরিদর্শক মোঃ নুরুল হোসেন, বিআরটিএ অফিসের আল আমীন সহ অনেকেই।

বিআলো/শিলি