টাকা ধার না দেওয়ায় বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে হামলা; মৃত্যু ঝুঁকিতে
ফাহিম আহমেদ, বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে টাকা ধার না দেয়ায় আকস্মিকভাবে হামলা করে গুরুতর আহত করা হয়েছে ইউপি সদস্য মোঃ ফখরুল ইসলাম রোকনের ছেলে মোঃ রুম্মান ইসলাম অনিককে। হতাহত অনিক বর্তমানে সশস্ত্র চিকিৎসা নিচ্ছে এবং শেরে-ই-বাংলা হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন।
আহত সন্তানের পিতা মোঃ ফখরুল ইসলাম রোকন জানান, তার ছেলে মোঃ রুম্মান ইসলাম অনিক ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ~৯:৩০ টায় স্থানীয় এক চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এলাকায় মাদক ও জুয়ায় আসক্ত এক ব্যক্তি মোঃ ফজলু রাড়ি (নামাঙ্কিত) অনিকের কাছে অর্থ ধার চাইলে অনিক তা দিতে অস্বীকার করেন। এর উত্তরে ফজলু রাড়ি কটু শব্দে গালিগালাজ শুরু করেন। কিছুক্ষণ পর ফজলু রাড়ি কয়েকজন মাদকাসক্ত লোকজন নিয়ে ফিরে এসে ইট প্রহার করে অনিককে আহত করতে থাকেন। ঘটনার পরে অনিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায়ও পুনরায় ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়।
স্থানীয়রা ঘটনা দেখে দ্রুত অনিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে তিনি শেরে-ই-বাংলা হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এখনো শঙ্কামুক্ত অবস্থান নেই।
আজ (১০ নভেম্বর ২০২৫) মাধবপাশা ইউনিয়নের এলাকাবাসী মাধবপাশা ব্রিজে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। সভায় উপস্থিত ছিলেন আহত অনিকের পিতা মোঃ ফখরুল ইসলাম রোকন, অনিকের চাচা খোকন খলিফা, মাধবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য কালাম মুন্সি, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলী বেগসহ স্থানীয় বহু মানুষ। তারা ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন এবং জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। স্থানীয়রা বলছেন—পাবলিক সুরক্ষার স্বার্থে যদি অভিযুক্তদের বিরুদ্ধে ন্যায্য শাস্তি না দেয়া হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনা ও আহতর সাস্থ্যগত অবস্থার সর্বশেষ তথ্য সংগ্রহ করা হচ্ছে। (প্রয়োজনে আপডেট দেয়া হবে)
বিআলো/ইমরান



