টাঙ্গাইল-১ আসনে এনসিপির এমপি প্রার্থী হলেন সাইদুল ইসলাম আপন
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাইদুল ইসলাম আপন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, টাঙ্গাইল জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মানিক, ধনবাড়ি উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রমজান আলী রঞ্জু, মধুপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, এনসিপি সদস্য আসলাম হোসেন জীবন, আলমগীর হোসেন, ছাত্র শক্তির সাফজাত জুনায়েদ শাফিন, অন্তু গাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে এনসিপির প্রার্থী সাইদুল ইসলাম আপনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



