টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে ১৭ কিলোমিটার মানববন্ধন
dailybangla
18th Nov 2025 6:56 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইল-৩ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে চার বারের এমপি, তিন বারের সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে দেয়ার দাবিতে অন্তত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডের বিজয় ৭১ চত্বর হতে দেউলাবাড়ী থেকে হামিদপুর পর্যন্ত দীর্ঘ ১৭ কিলোমিটার জুড়ে বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী সমর্থকরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা জানায়, টাঙ্গাইল-৩ আসনে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
টাঙ্গাইল-৩ আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বিআলো/ইমরান



