ট্রাইব্যুনালের রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’-এএফপিকে শেখ হাসিনা
বিআলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশকে রাজনৈতিক প্রভাবিত এবং অন্যায় বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এএফপিকে পাঠানো বিবৃতিতে তিনি ট্রাইব্যুনালটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় এএফপিতে পাঠানো বিবৃতিতে শেখ হাসিনা দাবি করেন, “আমার বিরুদ্ধে ঘোষিত রায়গুলো একটি অনির্বাচিত সরকারের প্রতিষ্ঠিত ও পরিচালিত কারচুপিপূর্ণ ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছে, যার কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।”
তিনি আরও বলেন, “এসব রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
হাসিনা জানান, প্রমাণের ন্যায্যতা যাচাই করা যায় এমন একটি উপযুক্ত ও নিরপেক্ষ আদালতে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত।
রায়ে মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডাদেশ পান। রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: এএফপি
বিআলো/শিলি



