ট্রাম্প প্রশাসনের বড় নীতি পরিবর্তন: খাদ্যপণ্যে শুল্কমুক্তি ঘোষণা
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে গরুর মাংস, কফিসহ দুই শতাধিক খাদ্যপণ্যের শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
ট্রাম্প বহুদিন ধরেই শুল্ক নীতিকে মূল্যস্ফীতি থেকে দূরে রাখলেও এবার স্বীকার করেছেন—কিছু ক্ষেত্রে শুল্ক দাম বাড়াতে পারে। সাম্প্রতিক কয়েকটি স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের কারণ হিসেবে খাদ্যদ্রব্যের উচ্চমূল্যকেও গুরুত্ব দেয়া হচ্ছে।
নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য ২ হাজার ডলারের বিশেষ পেমেন্ট দেওয়ার পরিকল্পনাও জানিয়েছেন ট্রাম্প, যা শুল্ক রাজস্ব থেকে অর্থায়ন হবে।
এ ছাড়া আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে কিছু খাদ্য ও শিল্পপণ্যের শুল্ক প্রত্যাহারে প্রাথমিক বাণিজ্যচুক্তির কথা জানিয়েছে প্রশাসন। প্রকাশিত তালিকায় রয়েছে কমলা, কোকো, আসাই বেরি, পাপরিকা ও বিভিন্ন খাদ্য-রাসায়নিক- যার অনেকগুলোর দাম এ বছর দুই অঙ্কে বেড়েছিল।
বিআলো/শিলি



