• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাম্পের নতুন অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টের মনোনয়ন 

     dailybangla 
    23rd Nov 2024 3:48 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে এবার অর্থমন্ত্রী হিসেবে ধনকুবের স্কট বেসেন্টকে মনোনয়ন দিয়েছেন।

    স্থানীয় সময় শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

    বার্তা সংস্থাটি জানায়, স্কট বেসেন্ট মার্কিন কি স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    সংশ্লিষ্টরা জানান, স্কট আমেরিকার জ্বালানি আধিপত্যকে পুনরায় নিশ্চিত করতে চান এবং বিশ্বাস করেন যে, মার্কিন বাজেটের ঘাটতি মোকাবিলা করা প্রয়োজন।

    এদিকে অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে নিজের সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।

    তিনি আরও বলেন, স্কট ‘আমেরিকা ফার্স্ট এজেন্ডার’ দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।

    উল্লেখ্য, ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট ব্যাসেন্ট একসময় হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। এ ছাড়া ইয়েল বিশ্ববিদ্যালয়ে বেশকয়েক বছর শিক্ষকতাও করেন তিনি।

    এর বাইরে স্কট ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন। এমনকি প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে তিনি ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানির এবং নিম্ন করের।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031