ঠাকুরগাঁওয়ে মাস্ক পরা নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি 

ঠাকুরগাঁওয়ে মাস্ক পরা নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি 

জানে আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণকে মাস্ক পরতে অনুরোধ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলায় শীতের প্রকোপ অনেক বেশি। আর এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করতে যাচ্ছে। তাই আগে থেকেই আমাদেরকে সচেতন হতে হবে। মাস্ক পড়া বাধ্যতামূলক করতে হবে। কেউ মাস্ক না পরলে তাকে কোন ধরণের সেবা দেয়া যাবেনা। নো মাস্ক নো সার্ভিস এ বিষয়টি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, সিভিল সার্জন ডা: মাহফুজুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বিআলো/শিলি