ডেঙ্গু পরিস্থিতিতে সরকার সিরিয়াস : কাদের

ডেঙ্গু পরিস্থিতিতে সরকার সিরিয়াস : কাদের
জাফরুল আলম : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে সরকার সিরিয়াস। ডেঙ্গু ও এডিস মশার উপদ্রব সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সন্দেহ নেই। এটিকে কে কীভাবে অবহিত করবেন, সেটি বড় কথা নয়। পত্র-পত্রিকার রিপোর্ট অনুযায়ী ডেঙ্গু ৬৪ জেলাতেই ছড়িয়েছে। আক্রান্ত ১৯ হাজারের মতো। তবে একে ভয়াবহতা বললে বিষয়টিকে আবার কীভাবে প্রচার হয় সেটিও একটি বিষয়। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকার সিরিয়াস। ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার।
 
শুক্রবার (২ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সমাজ- ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ স্লোগানে দলের দ্বিতীয় দিনের পরিচ্ছন্ন কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবং এডিস মশা দমনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক সঙ্গে কাজ করতে হবে। এডিস মশা দমনে কী ধরনের কার্যকরী ওষুধ প্রয়োগ করা যায়, তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। অতি শিগগিরই এডিস মশা দমনে 
কার্যকরী ওষুধ আনা হবে বলে জানান সেতুমন্ত্রী। 
 
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ডেঙ্গুর ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু শুধু বাংলাদেশের সমস্যা এমন নয়। এশিয়ার বিভিন্ন দেশে এটি মহামারি আকারে দেখা দিয়েছে। চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এমনকি ভারতেও এর প্রকোপ রয়েছে। ‍ফিলিপাইনে ডেঙ্গু মহামারি আকারে দেখা দিয়েছে। দেশটিতে প্রায় ৮০০ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, আক্রান্ত বহু মানুষ।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমাদের নেত্রী টেলি কনফারেন্সের মাধ্যমে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ডেঙ্গু দমনে অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন। সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে বলেছেন।
 
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী ডেঙ্গু দমনে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পরিচ্ছন্ন কর্মসূচি পালন করছে বলে জানান তিনি। ডেঙ্গুর বিস্তার ও এডিস মশা দমন না হওয়া পর্যন্ত দেশব্যাপী আওয়ামী লীগের ‘একশান প্রোগ্রাম’ চলবে।
 
পরিচ্ছন্ন কর্মসূচিতে অন্যদের মধ্যে অারও উপস্থিত ছিলেন, আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।