ডিজিটাল বাংলাদেশ এখন ১৬ কোটি মানুষের ভিশন : পলক

ডিজিটাল বাংলাদেশ এখন ১৬ কোটি মানুষের ভিশন : পলক

নিজস্ব প্রতিবেদক: এক নেতার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন এখন দেশের ১৬ কোটি মানুষের ভিশনেই পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জুনাইদ আহমেদ পলক। আগামী বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জননেত্রী শেখ হাসিনার। ২০০৯ সালে সেটি হয় সরকারের। তার ঠিক ১১ বছর পর সেই ভিশন এখন দেশের ১৬ কোট মানুষের ভিশনে পরিণত হয়েছে। 
পলক  বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণার পর গত ১১ বছরে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখেরও বেশি তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আইটি খাতের সম্প্রসারণের জন্য আগামী ৫ বছরে দেশে আরও ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনা দলের নির্বাচনী ইশতেহারে ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে মন্ত্রিসভা বৈঠকে ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর পালন করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন ও বাংলাদেশ কল-সেন্টার অ্যাসোসিয়েশনের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পড়ে, এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৃতীয় বারের মতো জেলা-উপজেলাসহ দেশব্যাপী ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপিত হবে। সরকারিভাবে দিনটি ঘিরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।