• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা শেষ দিন আজ, ভোট ৯ সেপ্টেম্বর 

     dailybangla 
    20th Aug 2025 3:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল সোমবার (১৯ আগস্ট)। বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন, তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে; তা না হলে সব কটি মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

    নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী-মনোনয়ন যাচাই: ২০ আগস্ট, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: ২১ আগস্ট, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন: ২৫ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৬ আগস্ট, ভোটগ্রহণ: ৯ সেপ্টেম্বর ২০২৫।

    মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয় ১২ আগস্ট থেকে। প্রথম দিনে ৭ জন প্রার্থী ফরম নেন, এর মধ্যে ২ জন ভিপি পদে। দ্বিতীয় দিনে আরও ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ৩ জন ভিপি প্রার্থী। দুই দিনে মোট ২০ জন প্রার্থী ফরম নিয়েছিলেন। শেষ পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে জমা পড়েছে ৬৫৮টি মনোনয়নপত্র।

    অন্যদিকে ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য বিক্রি হয়েছে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। এর মধ্যে সর্বাধিক ১১২টি মনোনয়ন বিক্রি হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে, আর সর্বনিম্ন ৩৩টি বিক্রি হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে।

    প্যানেল ঘোষণা

    নির্বাচনে অংশ নিতে বিভিন্ন সংগঠন ও জোট প্যানেল ঘোষণা করেছে। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল প্রথমেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। বাম সংগঠনগুলোর সমর্থিত প্রতিরোধ পর্ষদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ছাত্র অধিকার পরিষদ আংশিক প্রার্থীর নাম দিয়েছে, আর গণতান্ত্রিক ছাত্র সংসদ শীর্ষ দুই পদের প্রার্থী চূড়ান্ত করেছে। শেষদিনে ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, উমামা নেতৃত্বাধীন, আব্দুল কাদের–বাকের নেতৃত্বাধীন এবং জামালুদ্দিন খালিদ–মাহিন সরকার নেতৃত্বাধীন প্যানেল ঘোষণা করেছে।

    স্বতন্ত্র প্রার্থী

    সংগঠনগুলোর বাইরেও বহু শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এর মধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তলুকদার আলোচনায় আছেন। বিশেষ করে জুলিয়াস সিজারের ভিপি পদে মনোনয়ন ক্যাম্পাসে বিতর্ক তৈরি করেছে এবং সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ উঠেছে।

    ভোটার তালিকা

    ১২ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে ১৫৭ জন শিক্ষার্থীর নাম বাদ দেওয়া হয়েছে। ফলে ভোটার সংখ্যা কিছুটা কমেছে।

    প্রতিদ্বন্দ্বিতা ও আলোচিত প্রার্থী

    ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে আলোচিত প্রার্থীরা হলেন- সাদিক কায়েম (ছাত্রশিবির সমর্থিত), উমামা ফাতেমা (স্বতন্ত্র), শেখ তাসনিম আফরোজ (বাম সংগঠন সমর্থিত), জুলিয়াস সিজার তলুকদার (স্বতন্ত্র, সাবেক ছাত্রলীগ নেতা)।

    সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থাকবে বলে জানা গেছে।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930