ডিএক্স গ্রুপের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত ব্র্যান্ড টিসিএল
নিজস্ব প্রতিবেক : বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা টিসিএল গ্লোবাল মার্কেটিং কোম্পানি লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। দেশে ব্র্যান্ডটির একমাত্র অফিসিয়াল পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রযুক্তি খাতে অগ্রণী প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ।
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টিসিএলের বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক অভিষেক ঘটে। অনুষ্ঠানে টিসিএলের স্থানীয় উৎপাদন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা এবং বাংলাদেশের বাজার সম্ভাবনা তুলে ধরা হয়।
টিসিএল জানিয়েছে, বাংলাদেশে স্থানীয়ভাবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন স্মার্ট হোম পণ্য উৎপাদন করা হবে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের সমন্বয় দেশের ভোক্তাদের আরও সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের সিইও দেওয়ান কানন, টিসিএলের রিজিওনাল সেলস ডিরেক্টর মিস ক্যারল, সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার জেনসন ওয়াং ও ফ্র্যাংক ঝুআং, কর্পোরেট পার্টনার, ইনফ্লুয়েন্সার এবং জনপ্রিয় ইউটিউবাররা।
মিস ক্যারল বলেন, “বাংলাদেশে অফিসিয়ালি প্রবেশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, ডিএক্স গ্রুপের মাধ্যমে টিসিএল পণ্য ব্যবহার করে মানুষ ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবে।”
ডিএক্স গ্রুপের সিইও দেওয়ান কানন বলেন, “বাংলাদেশ প্রযুক্তি পণ্যের দ্রুত বর্ধনশীল বাজার। টিসিএলের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় উৎপাদনের মাধ্যমে শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করব এবং কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করব।”
উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত চীনের এই বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্যানেল প্রযুক্তি, টেলিভিশন ও এয়ার কন্ডিশনারে টিসিএল বৈশ্বিক শীর্ষস্থান ধরে রেখেছে এবং অন্যান্য স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেও দ্রুত সম্প্রসারণ করছে।
বিআলো/ইমরান



