• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিজিটাল ফরেনসিক এক্সামিনার সার্টিফিকেশন কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

     dailybangla 
    19th May 2025 6:00 pm  |  অনলাইন সংস্করণ

    মো. খালেক: সিটিটিসি আয়োজিত ‘ডিজিটাল ফরেনসিক এক্সামিনার সার্টিফিকেশন কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৮ মে ২০২৫) দুপুর ২:০০ ঘটিকায় সিটি-সাইবার ক্রাইম ডিভিশন, সিটিটিসি কর্তৃক আয়োজিত ‘Digital Forensic Examiner Certification Course’- এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার (RSO) মি. ড্যানিয়েল ব্লিকমোর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যান্টি-টেররিজম অ্যাসিস্ট্যান্স (ATA) প্রোগ্রামের সিনিয়র সাইবার মেন্টর মাইকেল ম্যাক্টাভিস, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আসকি হ্যাগিডগ, সিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মাসুদ করিম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগে সাইবার অপরাধের জটিলতা ও পরিসর দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। কোর্সে অংশগ্রহণকারী সদস্যগণ ভবিষ্যতে অর্জিত এ জ্ঞান বাস্তবে কার্যকরভাবে প্রয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    মি. ড্যানিয়েল ব্লিকমোর বলেন, বাংলাদেশ পুলিশ তথা সিটিটিসির সঙ্গে আমাদের দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে সিটিটিসির সাথে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন এবং আন্তরিক শুভকামনা জানান।

    অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930